প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আগামী মাসে ইউক্রেনের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, আগামী ৮ মে থেকে ১০ মে পর্যন্ত ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি চলবে। একই সঙ্গে ইউক্রেনকেও এই যুদ্ধবিরতি মানার আহ্বান জানানো হয়েছে।
মস্কো আরও জানিয়েছে, তারা পূর্বশর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত। সংকটের মূল কারণগুলো দূর করা উচিত।ক্রেমলিন আরও উল্লেখ করেছে, ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রাশিয়ান সশস্ত্র বাহিনী পর্যাপ্ত এবং কার্যকর প্রতিক্রিয়া জানাবে।পুতিন শেষবার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ইস্টারের প্রাক্কালে। এটি ১৯ এপ্রিল সন্ধ্যা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কার্যকর ছিল। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইউক্রেনীয় সামরিক বাহিনী ৪ হাজার ৯০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইউক্রেনও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।