লিটন কুমার ঢালী, স্টাফ রিপোর্টার:
মঠবাড়িয়া পৌর শহরের শ্রী শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রম প্রাঙ্গণে শুভ অক্ষয়তৃতীয়া উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। বৈশাখ মাসের এই শুভ লগ্নে বিশ্বের সকল প্রাণীর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতিবছরের মতো এবারও আয়োজিত হয়েছে এই ধর্মীয় অনুষ্ঠান। বুধবার ৩০ এপ্রিল ঊষালগ্নে অনুষ্ঠানের সূচনা হয় অধিবাস ও ধর্মীয় পাঠ দিয়ে। সকালে শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রীমদ্ভাগবতগীতা পাঠ, মঙ্গল আরতি ও বিশেষ প্রার্থনার মাধ্যমে উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী চলা এই আয়োজনে অন্নপ্রসাদ বিতরণে ব্যস্ত সময় পার করেছেন অনেক ভক্ত।
এই ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাতটি খ্যাতনামা কীর্ত্তনীয়া সম্প্রদায় কৃষ্ণ নামসুধা পরিবেশন করছেন, যা ভক্তদের মধ্যে এনে দিয়েছে এক অনন্য ভক্তিময় আবহ। অংশগ্রহণকারী সম্প্রদায়গুলোর মধ্যে রয়েছেন কুষ্টিয়ার শ্রীমতি রাধা বিনোদ সম্প্রদায়, খুলনার শ্রী গৌরাঙ্গ ও শ্রীমতি শিপ্রা সম্প্রদায়, মাদারীপুরের শ্রীমান মহাপ্রভু সম্প্রদায়, বরিশালের শ্রী মনোহর পাগল সম্প্রদায়, সাতক্ষীরার শ্রী লোকনাথ সম্প্রদায় এবং পিরোজপুরের শ্রী কানাই সম্প্রদায়। প্রতিটি পরিবেশনাতেই ছিল অসাধারণ সংগীতের ছোঁয়া, যা উপস্থিত হাজারো দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া শাখার সভাপতি শ্রী বাবুল কৃষ্ণ হাওলাদার, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীব সমাদ্দার লিটন, উক্ত অনুষ্ঠান পরিচালনার সভাপতি শ্রীমতি অঞ্জলি রানী হালদার, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় ও অর্থ সম্পাদক শ্রী রতন মিত্র ও শ্রী রতনচন্দ্র হাওলাদারসহ অন্যান্য সংগঠকবৃন্দ। স্থানীয় ভক্ত ও স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হচ্ছে।
পুরুষ, নারী ও শিশুদের সমান অংশগ্রহণে অনুষ্ঠানস্থলটি যেন পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলায়। কেউ কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন, কেউবা প্রার্থনায় আত্মনিবেদিত, আবার কেউ ভক্তদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। বরগুনার মতো একটি প্রত্যন্ত অঞ্চলে এমন ধর্মীয় আয়োজন ভক্তদের মাঝে জাগিয়ে তুলেছে এক অনন্য আধ্যাত্মিক অনুভব। অনুষ্ঠান শেষে ভক্তরা বিদায় নেবেন শান্তি ও ধর্মীয় অনুপ্রেরণায় উদ্ভাসিত হৃদয় নিয়ে।