লিটন কুমার ঢালী, বেতাগী :
বরগুনার বেতাগীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫। বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বেতাগীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতাগী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় (বেতাগী বাসস্ট্যান্ডে) থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয়।
র্যালি শেষ উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এক শ্রমিক সমাবেশ আয়োজিত হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত বরগুনা-২(বেতাগী-বামনা-পাথরঘাটা) সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সুলতান আহমেদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির সাইদুল ইসলাম সোহরাব , উপজেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন,এতে আরো বক্তব্য রাখেন, মাওলানা রফিকুল ইসলাম হেলালী,মাওলানা আব্দুর রহমান, সাইফুল ইসলাম ফুয়াদ,হাফেজ মোঃ মোস্তাফা প্রমুখ।
প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বরগুনা-২(বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সুলতান আহমেদ বলেন, শ্রমিকরা হচ্ছে দেশের চালিকা শক্তি, নতুন বাংলাদেশ গড়তে হলে ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন আনিবার্য। তিনি আরো বলেন, শ্রমিক, মালিকের সম্পর্ক হতে হবে সুন্দর এবং সুশৃঙ্খল এবং কোনো ভেদাভেদ রাখা যাবে না।