লিটন কুমার ঢালী, বেতাগী:
বরগুনার বেতাগীতে জাতীয়তাবাদী চালকদলের আয়োজনে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫। বৃহস্পতিবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। জাতীয়তাবাদী চালকদলের ব্যানারে আয়োজিত র্যালিটি সকাল ১০টায় বেতাগী পৌর শহর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দুর্বার বাংলায় গিয়ে শেষ হয়। র্যালিতে রিকশা, ভ্যান, অটোরিকশা চালকসহ বিভিন্ন স্তরের চালকরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে অংশ নেন।
এবারের মে দিবসে জাতীয়তাবাদী চালকদল ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার প্রত্যয় ব্যক্ত করে। র্যালি শেষে দুর্বার বাংলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের ও সমাজের দায়িত্ব। তারা শ্রমজীবী মানুষের সম্মান ও সুরক্ষার জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী চালকদলের আহবায়ক মিলন মিয়া, যুগ্ম আহবায়ক সুজন হাওলাদার, সদস্য সচিব মিজানুর রহমান। এছাড়া চালকদের সভাপতি জালাল মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক টুটুল মৃধা, বেতাগী পৌর চালকদের সভাপতি মোস্তাফিজুর রহমান সুজন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বক্তব্য দেন।
বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য এবং এই ধরনের আয়োজন চালকদের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, চালকদের সরব উপস্থিতি এবং জাতীয়তাবাদী চালকদলের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে সংহতি প্রকাশের বার্তা। দিনব্যাপী এ আয়োজনে বেতাগীর বিভিন্ন এলাকা থেকে চালকরা অংশ নিয়ে দিবসটির গুরুত্বকে স্মরণীয় করে রাখেন।