প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
নওগাঁ জেলা আওয়ামী লীগের ৭ তলা কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সরিষা হাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত দেলোয়ার হোসেন (৩৫) একই উপজেলার জনকল্যাণ পাড়ার শহিদুলের মোড় এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে। পেশায় বাসচালকের সহকারী ছিলেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবকটি ভবনটির লিফটের তার অথবা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিলেন। সাততলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানাজানি হলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বজলুল করিম রনি বলেন, রেলিং চুরির সময় সাততলায় বৈদ্যুতিক তারের সঙ্গে পা জড়িয়ে নিচে পড়ে যান দেলোয়ার। এ সময় তিনি জীবিত ছিলেন। তবে মাদকাসক্ত প্রকৃতির হওয়ায় কেউই উদ্ধার করেনি তাকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর দিলে হাসপাতালে যাই। সেখানে মৃত অবস্থায় পাই দেলোয়ারকে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।