প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে দিল্লীতে পাঠিয়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।প্রতিবেদনে বলা হয়, পর্যটন ভিসায় ভারতে দুই বাংলাদেশি বংশোদ্ভূতসহ চারজন মার্কিন নাগরিক ২ মে আইজলে আসবেন- এমন তথ্য পান ভারতের গোয়েন্দা সংস্থা। পরে লেংপুই বিমানবন্দরে ওই পুরুষ ও মহিলাকে আটক করা হয়। তাদের দিল্লিতে ফেরত পাঠানো হয়। তাদের কারও রাজ্যে প্রবেশের জন্য সুরক্ষিত এলাকা পারমিট ছিল না।
এদিকে ভারতের সন্দেহ, আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আটক মার্কিন নাগরিকরা টিয়ারফান্ডের সঙ্গে যুক্ত। সংস্থাটি ৫০টিরও বেশি দেশের স্থানীয় গির্জা এবং খ্রিস্টান সংগঠনগুলির সঙ্গে মিলে কাজ করে। ওই দুইজন আমেরিকান নাগরিকরা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গেও কাজ করেছেন। এই কারণে তাদের মিজোরাম সফরের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে।
গত শনিবার ভারতের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ২০২২ সাল থেকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে ভারতে পালিয়ে আসা বম সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য মিজোরামে আশ্রয় নেওয়া শুরু করেন। বিদ্রোহী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বিরুদ্ধে বাংলাদেশী সেনাবাহিনীর সামরিক অভিযানের পর তারা আরও বেশী আশ্রয় নেয় ভারতে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসারে, ‘ভ্রমণের ন্যায্যতা প্রমাণের গুরুত্বপূর্ণ কারণ’ না থাকলে, কোনও বিদেশীকে সংরক্ষিত এলাকা পরিদর্শনে যেতে উৎসাহিত করা হয় না।
চলতি বছর মার্চের শুরুতে রাজ্যটির মুখ্যমন্ত্রী লালদুহোমা ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণকারী পশ্চিমা ভাড়াটে সৈন্যরা মিয়ানমারের গৃহযুদ্ধে অংশগ্রহণের জন্য তার রাজ্যকে পথ হিসেবে ব্যবহার করতে পারে। এর পরেই ২১ এপ্রিল লেংপুই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বিদেশীদের চলাচল পর্যবেক্ষণের জন্য ২০২৪ সালের ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামে সুরক্ষিত এলাকা প্রি অ্যারাইভাল রেজিস্ট্রেশন (পিএআর) চালু করে।