প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। এ ছাড়া ১২ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩ মে) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জয়নাল আবেদীন বলেন, খিলক্ষেত এলাকায় কমলাপুরগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান ২৫ বছর বয়সী যুবক। অপর শিশুটি ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঢাকা রেলওয়ে থানার ওসি বলেন, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি শিশুটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, যে যুবক রেলে কাটা পড়ে মারা গেছেন, তিনি এবং শিশুটি রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। অসাবধানতার কারণে রেলে কাটা পড়ে যুবক মারা গেছেন।