প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামে গভীর রাতে একটি সংঘবদ্ধ দল জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বাগানের বহু গাছ কেটে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
ভুক্তভোগী আরাফাত ও আমির হোসেন, পিতা মরহুম আব্দুল মজিদ মোল্লা জানান, গতকাল (৬ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ জাহাঙ্গীর (পিতা: আব্দুল হাকিম চৌকিদার), সেলিম মোল্লা (পিতা: মরহুম রফেজ মোল্লা), মন্টু (পিতা: আব্দুল আজিজ), ও ফরিদ (পিতা: মরহুম দলু সিকদার) তাদের রোপণকৃত বাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলে।
স্থানীয়রা জানান, উক্ত জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এর পরও প্রতিপক্ষরা আইনের তোয়াক্কা না করে রাতে গোপনে গাছ কাটার মতো ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।