গাইবান্ধা প্রতিনিধি,শাহীন খন্দকার :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমুহ এমপিওভুক্ত করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৩ টায় অনুভব অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় হল রুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ফোরাম সভাপতি অধ্যক্ষ মোঃ সিমানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সরকার।
অনুভব অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারহানা আক্তার রিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুস সালাম খান,অর্থ সম্পাদক মোঃ ইয়াকুব আলী,রংপুর বিভাগীয় আহবায়ক মোঃ নাসরুল আলম, রাজশাহী বিভাগীয় আহবায়ক মোছাঃ শায়লা আক্তার,দিনাজপুর বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনীন আক্তার, রাখাল বুরুজ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আকন্দ,জয়পুরহাট দুর্জয় বাংলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা সুলতানা, ঢোলভাঙ্গা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল খান, কুড়িগ্রাম ফুলবাড়ী বাগ শ্রবন ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায় ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ
বক্তারা বলেন আসুন আমরা একসাথে কাজ করি প্রতিবন্ধী শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টেকসই অগ্রগতির জন্য। বক্তারা সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমুহকে অভিলম্বে এমপিওভুক্ত করণের দাবি জানান।
এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।