শহিদুল্লাহ আল আজাদ.স্টাফ রিপোর্টারঃ
“আমরা এই বিশ্বেও বুকে গড়ব রঙমহল,সৃষ্টির নব মঞ্চে মোরা করব দিনবদল”এই দর্শনকে সামনে রেখে খুলনার অন্যতম উদীয়মান সামাজিক সংগঠন ‘রঙমহল ফর ইয়ুথ’ উদযাপন করল তাদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।এই উপলক্ষে খুলনায় আয়োজিত হয় একটি আবেগঘন, সাংস্কৃতিক ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান। এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীটি উৎসর্গ করা হয় রঙমহলের প্রয়াত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী ও চিন্তক আব্দুর রব হাওলাদার-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে।
একটি উৎসব, একটি স্মরণ, একটি অঙ্গীকার
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, সংগীতশিল্পী, শিক্ষক, সামাজিক কর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা। দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, সফলতার গল্প, কর্মী সম্মাননা ও প্রদর্শনী।
অনুষ্ঠানের সূচনা হয় ‘জাতীয় সংগীত’ ও ‘রঙমহলের থিম সং’ পরিবেশনার মাধ্যমে। এরপর ‘প্রদীপ প্রজ্বলন’ ও ‘অতিথি বরণ’ অংশটি সকলকে আবেগেপ্লুত করে তোলে।
তারুণ্যের কণ্ঠস্বর ও সৃজনশীলতার অভিব্যক্তি
সাংস্কৃতিক পর্বে ছিল আবৃত্তি (আদিবা ও যারীন), সঙ্গীত পরিবেশনা (আলভী শেখ), এবং কবিতা পাঠ। রঙমহলের সার্বিক কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক যারীন তাছনিম ও সাংগঠনিক সদস্য মৌসুমি রায় রুম্পি।
রঙমহলের সৃজনশীলতা ও সামাজিক বার্তা নিয়ে সাজানো হয় এক দেয়াল প্রদর্শনী, যেখানে সংগঠনের গত সাত বছরের উল্লেখযোগ্য ছবি, কাব্য, প্রবন্ধ ও জলবায়ুবিষয়ক বার্তা স্থান পায়।
বিশেষ অতিথিরা তরুণদের এই প্রয়াসকে অভিনন্দন জানিয়ে বলেন, “রঙমহল খুলনার তরুণদের জন্য এক প্রেরণার নাম। এখানে যে নেতৃত্ব গড়ে উঠছে, তা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, সামাজিক পরিবর্তনের পূর্বাভাস।”
স্মৃতির প্রতি শ্রদ্ধা: আব্দুর রব হাওলাদারকে উৎসর্গ
এই বছরের আয়োজনে ছিল বিশেষ এক আবেগঘন মুহূর্ত রঙমহলের প্রয়াত উপদেষ্টা আব্দুর রব হাওলাদার-কে শ্রদ্ধা জানানো। তিনি ছিলেন একজন নিবেদিত সমাজসেবী, মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী, এবং তরুণদের পথপ্রদর্শক। তাঁর স্মৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয় নীরবতা পালন।
উত্তরীয় ও সনদপ্রদান: দায়িত্ববানদের প্রতি কৃতজ্ঞতা
রঙমহল ফর ইয়ুথ বর্তমানে ১০ জন নিবেদিত কর্মীর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উত্তরীয় পরানো হয় এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া কর্মীরা ছিলেন:
মৌসুমি রায় রুম্পি, যারীন তাছনিম, তরিকুল ইসলাম বাবু,নুসরাত জাহান ইমা, শেখ সাকের মাহমুদ প্রিন্স,পাপ্পু চৌধুরী,তানিয়া আক্তার,মোঃ রিয়াজুল ইসলাম,রহিমা খাতুন,পার্থ মধু।
ভবিষ্যতের অঙ্গীকার
রঙমহল ফর ইয়ুথ ভবিষ্যতে জলবায়ু ন্যায্যতা, শিশু সুরক্ষা, নারীর অধিকার, এবং তরুণ নেতৃত্ব তৈরির কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে চায়। এই প্রতিষ্ঠাবার্ষিকী ছিল একটি নতুন পথচলার শপথ, যেখানে একঝাঁক তরুণ সমাজ বদলের অগ্রদূত হয়ে উঠবে।