লিটন কুমার ঢালী , বেতাগী:
মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত অধিকার ও সম্মান রক্ষায় ১৪ দফা দাবিতে কলম বিরতি ও সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। মঙ্গলবার (২০ মে) সকালে বরগুনার বেতাগী উপজেলার গুরুত্বপূর্ণ বিষখালী চত্বরে আয়োজিত এই প্রতীকী কর্মসূচিতে সাংবাদিকরা পেশাগত অনিশ্চয়তা, হয়রানি ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান।
বিএমএসএফ বেতাগী উপজেলা শাখার ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মুন্না এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব ফোরকান হোসেন ইমরাত। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সাইদুর ইসলাম মন্টু, নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান, আজকের প্রতিকার প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সদস্য মো. জামাল হোসেন খান। বিএমএসএফের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. হাসান ও মো. জসিম উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে মফস্বল সাংবাদিকদের ভয়াবহ বাস্তবতা তুলে ধরেন। তারা বলেন, মফস্বলে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত হামলা-মামলা, হুমকি-ধামকি এবং প্রশাসনিক হয়রানির শিকার হতে হচ্ছে। কোনো ধরনের নিয়োগ নীতিমালা, সুরক্ষা আইন কিংবা স্বীকৃতির তালিকা না থাকায় এসব সাংবাদিকদের পেশাগত পরিচয় প্রশ্নবিদ্ধ হচ্ছে বারবার। তারা বলেন, এই নাজুক অবস্থা শুধুমাত্র সাংবাদিকদের জন্যই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত। বক্তারা দৃঢ় কণ্ঠে দাবি জানান, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, নিয়োগ নীতিমালা বাস্তবায়ন এবং সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ তালিকা তৈরির মাধ্যমে তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
সমাবেশে উপস্থিত সাংবাদিকরা জানান, ১৪ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার থেকে তারা পিছিয়ে আসবে না। এই দাবির মধ্যে রয়েছে নিরপেক্ষ তদন্ত সেল গঠন, সাংবাদিক পরিচয় যাচাই প্রক্রিয়া নির্ধারণ, পরিবার-সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব। সমাবেশে বেতাগীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং সকলে এই দাবি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সারাদেশে মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এবার বেতাগী থেকেও তারা তাদের দাবি জানিয়ে দিলেন শক্ত কণ্ঠে—ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।