প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
দেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপকূলীয় অঞ্চল ও বিশ্বের অন্যতম জীব-বৈচিত্র্যময় ও বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে দিন-দিন চরম হুমকির মুখে পড়ছে। এই অঞ্চলের জনগোষ্ঠী এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন কার্যকারীও সময়োপযোগী সরকারি পদক্ষেপ।
বর্তমান প্রেক্ষাপটে ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন, বন উজাড়, ও সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থায় বৈরিতা মানুষের জীবন ও প্রকৃতিকে অনিরাপদ করে তুলছে, অথচ প্রতিবছরের জাতীয় বাজেটে উপকূল ও সুন্দরবন রক্ষায় বরাদ্দ অপ্রতুল।জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও দুর্বল অবকাঠামোর কারণে এখানকার লাখো মানুষের জীবন ও জীবিকা আজ হুমকির মুখে। বিশেষ করে উপকূল সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানের বেঁড়িবাঁধ, সুপেয় পানির সংকট, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সরকারি সহযোগিতা না থাকায় জনগণ মানবেতর জীবনযাপন করছে।
অতএব, “উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন”-এর পক্ষ থেকে জাতীয় স্বার্থে আমরা জোর দাবি জানাচ্ছি যে, আসন্ন জাতীয় বাজেট ২০২৫-২৬ এ নিম্নোক্ত খাতে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হোকঃ
১. উপকূলীয় এলাকায় টেকসই বেঁড়িবাধ নির্মাণ ও মেরামত করা।
২. সুন্দরবন সংরক্ষণ, পর্যাটন কেন্দ্র নির্মাণ ও জনসম্পৃক্ত বন ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করা।
৩. লবণাক্ততা প্রতিরোধে ও নিরাপদ সুপিয় পানির কষ্ট লাঘবের জন্য প্রত্যেক পরিবারে নিরাপদ পানির উৎস ও রেইন ওয়াটার হার্ভেস্টিং নিশ্চিত করা।
৪. ঘূর্ণিঝড়ে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সচেতনতা গড়ে তুলতে যথাযথ প্রকল্প বাস্তবায়ন করা।
৫. সুন্দরবনের বিকল্প জীবিকা অর্জনের উদ্দোশ্যে পর্যাপ্ত কর্মসংস্থান ও তরুন উদ্যোক্তা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সিধান্ত ও অর্থ বরাদ্দ প্রদান করা।
৬. কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা সড়ক ব্যবস্থার টেকসই উন্নয়ন ব্যবস্থা নিশ্চিত করা।
৭। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব কমাতে স্থানীয় নেতৃত্বে অভিযোজন কৌশল ও সমাধানে এলাকার যুব সমাজকে দক্ষ করার লক্ষ্যে পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
উপোরিক্ত দাবি বাস্তবায়নে আপনার সদয় হস্তক্ষেপে দাবিগুলো সরকারের মন্ত্রণালয়গুলো ও সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করে বাজেটে অগ্রাধিকারভিত্তিক বরাদ্দ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনার একান্ত মর্জি হয়।