শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্টুডেন্ট ভিসার আবেদন ফের চালু করলো যুক্তরাষ্ট্র জুলাই শুধু বিপ্লবের না, হান্নান মাসউদের মতো ধান্দাবাজদের কপাল খোলার মাস : নির্ঝর এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ভয় দেখানোর জন্য: নাহিদ ইসলাম ভ্রাম্যমান আদালতে দুইজনকে দণ্ড দেওয়ায় থানায় হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত ২০ বিচারিক আদেশে জামায়াতের পুরনো নিবন্ধনই বহাল, গেজেট প্রকাশ করল ইসি। জাতীয় সমাবেশ সফল করতে বৈঠক ১৯ জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশে অংশ নেওয়ার আহ্বান; গোলাম পরওয়ারের। বিভাগীয় শহরেও হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে রাজনৈতিক ঐকমত্য : অধ্যাপক আলী রীয়াজ। বরিশালে যুগান্তর ব্যুরো প্রধানের বিরুদ্ধে মামলা ; বিএমএসএফের প্রতিবাদ বান্দরবানে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান: ‘কেএনএফ’-এর শীর্ষ সন্ত্রাসীসহ দুইজন নিহত। শার্শা সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণ ও ভারতীয় পণ্য উদ্ধার, আটক ১২ বিএনপির দফা নয়, অপকর্মের বিরুদ্ধে অবস্থান ও অ্যাকশন চাই: সারজিস আলম আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন জলবায়ু মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় সুইডেন সহায়তা করছে: পরিবেশ উপদেষ্টা মাত্র দু’বছর পিছিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি : পেন্টাগন থাইল্যান্ডে আবারও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বদল : নতুন মন্ত্রিসভা শপথ নিতে প্রস্তুত রূপসায় শহীদ ইয়াসিনের করব জিয়ারত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীরগঞ্জে বিদায় প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে রাজকীয় সংবর্ধনা টেলিকম খাতে নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ রূপসায় পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন

কোটি টাকা প্রতারণা, জ্বীনের বাদশা প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ / ৩৬
আপডেটঃ রবিবার, ২৫ মে, ২০২৫

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:

জ্বীনের বাদশা, তান্ত্রিক ও ‘জৈনপুরী মা ফাতেমার দরবারের’ নামে হাজারো মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।রোববার (২৫ মে) সকালে রাজধানীর ৬০ ফিট রোডে পিবিআই উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাকিব (২০), মো. রাকিব মোল্লা (২৯), মো. আলাউদ্দিন।

মো. এনায়েত হোসেন মান্নান বলেন, তেজকুনীপাড়া তেজগাঁওয়ের গৃহবধূ রহিমা বেগমের সৌদি প্রবাসী স্বামী ১৭ জন বাংলাদেশির ভিসার জন্য ৩৫ লাখ টাকা কফিলকে দিয়ে ভিসা পায়নি। পরে টাকাও না পেয়ে তিনি দিশেহারা হয়ে পরেন। তার স্ত্রী এমন সময়ে জিনের বাদশা তান্ত্রিক, শাস্ত্রিক জৈনপুরী মা ফাতেমার দরবারের সব সমস্যার সমাধানের লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রতারকচক্রের মিথ্যে নাটক ও প্রতারণার ফাঁদে পড়ে ধাপে ধাপে ১০ লাখ ২০ হাজার টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন। পরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন তিনি।তিনি আরও বলেন, মামলার বাদীর দাবি ১০ লাখ ২০ হাজার টাকা প্রতারকের খপ্পরে পড়ে নেওয়ার কথা উল্লেখ করলেও মামলা তদন্তকালে ও আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে ইউটিউব চ্যানেলে ও বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পেতে হাজার হাজার লোককে বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় বলে জানা যায়।

মানুষকে প্রলুব্ধ ও আকর্ষণ করার জন্য জিনের বাদশা খ্যাত প্রতারকচক্র বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেয় জানিয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বলেন, বিজ্ঞাপনের মাধ্যমে কৌশলে বিপদগ্রস্ত মানুষকে সব সমস্যার সমাধানের প্রলোভন দেখায় চক্রটি। বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হয়ে তাদের দেওয়া নম্বরে ফোন করলে তখন তারা জানায়, সব সমস্যার সমাধান তারা, পাওনা টাকা আদায় করা, স্বামীর সঙ্গে মিল, প্রেমিকাকে পাইয়ে দেওয়া, ঝগড়া-বিবাদ মিট করা, মামলা-মোকদ্দমায় জয়ী করা, গুপ্তধন পাইয়ে দেওয়া, লটারিতে বিজয়ী করা, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া, কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করা, আকামা লাগিয়ে দেওয়া, ভিসা পাইয়ে দেওয়া, ভাগ্য পরিবর্তন করে দেবেন ইত্যাদি।সৌদি কফিলকে বাধ্য করার জন্য প্রতারণা করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে মেডিসিন হিসেবে আগরবাতি, মোমবাতি, গোলাপজল, কাপ সিন্দুর লাগবে জানিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে সৌদি কফিল বাধ্য না হওয়ায় আবার তাকে বাধ্য করার জন্য জিন পরীকে সৌদি কফিলের কাছে যেতে জিন পরীকে পাক পবিত্র করতে হবে।

এই জন্য ভুটানি গরুর ২১ কেজি দুধ দিয়ে ধুয়ে পবিত্র করতে হবে জিন পরীকে। কফিলকে বাধ্য করতে রতাময়ী শ্রী আংটি পড়তে হবে বাদীকে। জিনেরা বাদীর কাছে আংটি পৌঁছে দিবে, তাই জিনদের মিষ্টি খাওয়ানোর জন্য টাকা লাগবে। জিন পরীরা বাদীর কাছে যেতে মানুষের রূপ ধারণ করতে হবে। সে জন্য জিন পরীদের আগুন মোয়া শাড়ি লাগবে এবং তাতে ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগবে। পরবর্তীতে জিনেরা বাদীর নিকট যাওয়ার সময় পথিমধ্যে খবিশ জিরো তাদের ওপর প্রস্রাব করে দিয়েছে তাতে জিরো আটকিয়ে গেছে এবং সেখান থেকে তাদের ছাড়াতে হলে পাঠা বলি দিতে হবে জানিয়ে নানা কৌশলে ধাপে ধাপে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়াই এই জিনের বাদশার কাজ।

তিনি আরও বলেন, প্রতারক চক্রে হতাশাগ্রস্ত লোকদের বাধ্য করার জন্য তাদের কথামতো কাজ না করলে ইউটিউব থেকে ডাউনলোড করা জিন-পরীর বীভৎস ছবি পাঠিয়ে ভয় দেখানো এবং কাউকে কিছু বললে সন্তানের মুখ দিয়ে রক্তবমি হয়ে সন্তান মারা যাবে ও পরিবারের অন্য সদস্যদের মারাত্মক ক্ষতিসহ অঙ্গহানি হবে জানিয়ে ভয়ভীতি দেখানো হয়।জিনের কণ্ঠ নকলের তথ্য তুলে ধরে মো. এনায়েত হোসেন মান্নান বলেন, প্রতারণার অংশ হিসেবে অ্যাপসের মাধ্যমে জৈনপুরী মা ফাতেমা নারী কণ্ঠে ভয়েজ দিয়ে পুরুষ প্রতারক কথা বলে এবং জিনের বাদশার কণ্ঠ ভয়েজ দিয়ে মানুষকে বিশ্বাসযোগ্য করে ভয়, আতঙ্ক ও পীরের দরবার বলে চালানো হতো।চক্রটির বিকাশ-নগদের তথ্য জানিয়ে তিনি বলেন, অন্যের নামে রেজিস্ট্রেশন করে ভুয়া সিম তুলে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন ও টাকা নিয়েছে মর্মে স্বীকার করেছে। বিকাশ স্টেটমেন্ট পাওয়া গেছে তদন্তে। যেখানে বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্যও পাওয়া যায়।গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দিতে ভয়াবহ, লোমহর্ষক, চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে জানিয়ে এনায়েত বলেন, আসামিদের সঙ্গে প্রতারণার কাজে আরও একাধিক মানুষ জড়িত রয়েছেন। গত ২০১৯ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ৭ বছর প্রতারণা করে হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্রেপ্তারকৃত আসামিসহ প্রতারকচক্রটি।

তাদের কাছ থেকে এ সময় ৪টি মোবাইল, লোভনীয় বিজ্ঞাপনের ৩টি ভিডিও, আসামিদের সঙ্গে বিভিন্ন ভিকটিমের কথা বলার ১০টি ভয়েস রেকর্ড, বিভিন্ন বিজ্ঞাপনের ৭টি ছবি, বিকাশ স্টেটমেন্টের ১৫০ পাতা ও কোটি কোটি টাকার লেনদেনের ৫টি বিকাশ অ্যাকাউন্ট শনাক্ত করার কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com