লিটন কুমার ঢালী , স্টাফ রিপোর্টার:
নিয়মিত ভূমির উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্য শ্লোগানে বরগুনার বামনায় ভূমি উন্নয়ন মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটের সময় বামনা উপজেলা পরিষদ চত্তরে এক বর্নাঢ্য রেলি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্করণ বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের বাস্তবায়ে এ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা সভাপতিত্বে এ আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিব, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া,উপজেলা শিক্ষা অফিসার মো: রোমাঞ্চ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।