লিটন কুমার ঢালী , বেতাগী :
বরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর ফরম জমা দিয়েছেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না। উপজেলার বিআরডিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম হস্তান্তর করেন তিনি। ফরম জমাদানের সময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ফরম জমা দেওয়ার পর জলিলুর রহমান খান নান্না বলেন, বিআরডিবি গ্রামীণ জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, “বিআরডিবি বাংলাদেশে গ্রামীণ জনসাধারণের দারিদ্র্য বিমোচনে নিরাস পরিশ্রম করে যাচ্ছে। এরকম একটি সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের।”
এ সময় তিনি আরো বলেন, “আমি চাই বেতাগীর মানুষ যেন বিআরডিবির প্রকৃত সুবিধা পায়। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আমি জনগণের পাশে দাঁড়াতে চাই।” তিনি আরও বলেন, “আমার অভিজ্ঞতা ও জনপ্রতিনিধিত্বের অতীত ইতিহাস কাজে লাগিয়ে আমি গ্রামীণ উন্নয়নের পথে নতুন মাত্রা যোগ করতে চাই।”
তিনি আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি বেতাগীর সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারবেন।
বিআরডিবি একটি সরকারি সংস্থা, যা মূলত বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনের মান উন্নয়নে ভূমিকা রাখা হয়। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নসহ নানা খাতে এই সংস্থার কার্যক্রম বিস্তৃত।
সংস্থাটি কৃষকদের জন্য উন্নত বীজ ও প্রযুক্তির ব্যবস্থা করে, প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়। পাশাপাশি গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে ছোট-বড় ব্যবসার সহায়তা এবং প্রশিক্ষণ কর্মসূচি চালু রাখে। দরিদ্র ও ভূমিহীনদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিও পরিচালিত হয়।