প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল-নাসেরের সঙ্গে নিজের অধ্যায়ের ইতি টানছেন—এমন ইঙ্গিত মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই অধ্যায় শেষ। গল্প? এখনো লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞ।’রোনালদোর এই বার্তা বিশ্ব ফুটবলে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। ৪০ বছর বয়সী এই তারকা ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সৌদির ক্লাব আল-নাসেরে যোগ দেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি চলতি গ্রীষ্মেই শেষ হচ্ছে।
আল-নাসের এবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তারা জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে হেরে বিদায় নেয়। সৌদি প্রো লিগেও মৌসুম শেষ করেছে তৃতীয় স্থানে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো ছিলেন উজ্জ্বল। ২৪ গোল করে তিনি লিগের শীর্ষ গোলদাতা হন।চলতি বছরের ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি বিশেষ দলবদলের জানালা খোলা থাকবে, যেখানে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দল খেলোয়াড় চুক্তি করতে পারবে। যদিও আল-নাসের এই টুর্নামেন্টে খেলছে না, সৌদির আরেক ক্লাব আল হিলাল সুযোগ পেয়েছে।এমন প্রেক্ষাপটে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বাড়ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেন, ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বর্ধিত ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলা নিয়ে আলোচনা চলছে।
ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো আরও জানান, ‘রোনালদোও কোনো দলের হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারেন। কিছু ক্লাবের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা চলছে।’ এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে একই দলে রোনালদোর খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।উল্লেখ্য, মেসি এই ক্লাব বিশ্বকাপে খেলবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। অন্যদিকে, রোনালদো গত বছর বলেছিলেন, তিনি সম্ভবত আল-নাসেরেই নিজের ক্যারিয়ার শেষ করবেন। তবে সাম্প্রতিক বার্তা থেকে মনে হচ্ছে, তার গল্পে নতুন এক অধ্যায় শুরুর অপেক্ষা চলছে।