মো: আল মাসুম খান,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম এবং অপর এক ছাত্রকে মারধর করেছে করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ২৭ মে বিকেল ৪টার দিকে কুয়েট সড়কের নিরিবিলি রেস্তোরার সামনে এ ঘটনাটি ঘটে। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সাফওয়ান আহমেদ ইফাজ (২২) এবং এনার্জি সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলসাত রাজিম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে তারা দুজন কুয়েট রোডের নিরিবিলি রেস্তোরার সামনে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ইফাজের বাম হাতে আঘাত করে এবং রাজিমকে কিল-ঘুষি মেরে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গণমাধ্যমে সাংবাদিকদের জানায়, এ রকম ঘটনা শুনেছি। কোথায় এ হামলা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে কুয়েট এলাকায় গিয়ে খবর নিচ্ছি এবং ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের করা হবে।