প্রতিদিনের স্বদেশে ডেস্ক:
বরগুনার বেতাগী উপজেলার কুমড়া খালী বাজার সংলগ্ন এলাকায় কোর্টের রায় অমান্য করে একটি বসতঘর জবরদখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দেলোয়ার হোসেন দাবি করেছেন, আদালতের রায় তার পক্ষে থাকা সত্ত্বেও একদল সন্ত্রাসী গভীর রাতে তার নির্মিত ঘরে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধর করে এবং ঘরটি দখল করে নেয়।
দেলোয়ার হোসেন জানান, আদালতের রায় অনুযায়ী জমিটি তার নামে রেকর্ডভুক্ত এবং রীতিমত ভূমি উন্নয়ন কর পরিশোধ পরে আসছেন, সকল কাগজপত্র সঠিকভাবে রয়েছে। কিন্তু অভিযুক্ত মোঃ মিজানুর রহমান, বাবুল মৃধা, আক্কাস মৃধা, মাসুমা বেগম, ফারুক আলম, হাসান মিয়া এবং আরও অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসীরা আদালতের আদেশ অমান্য করে বাড়িতে প্রবেশ করে দখল নেয়।
আমার কাগজপত্র ঠিক আছে, আদালতের রায়ও আমার পক্ষে। তবু তারা এসে আমাকে মেরে আমার ঘর দখল করলো। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই, বলেন দেলোয়ার হোসেন।
ঘটনার বিষয়ে এলাকাবাসী জানান, দেলোয়ারের বসতঘর জোরপূর্বক দখলের বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ বিচার দাবী করেছেন।
এদিকে প্রতিপক্ষও জমির মালিকানা দাবি করেছে, তবে ভিন্ন কাগজপত্রের ভিত্তিতে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
বেতাগী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং আদালতের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।