প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বরগুনার বেতাগীতে চাঁদাবাজির বিরুদ্ধে বরগুনা বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার ) ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা করেছেন মোঃ খোকন হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি। মো: খোকন হাওলাদার বেতাগী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। মামলার এক নাম্বার আসামি নেসার উদ্দিন খান (৪৫) , পিতা আনোয়ার হোসেন (আবু খা) বর্তমানে বরগুনা জেল হাজতে। গত বৃহস্পতিবার (২৯ মে) বরগুনা জেলা বিজ্ঞ আদালতের জর্জ এস এম শরীয়তুল্লাহ জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
থানা সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ সংশোধিত ২০১০ এর ৪/৫ ধারায় বরগুনা জেলা বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) ট্রাইবুনালে সি/ আর ৬০/ ২০২৫ ( বেতাগী) বিজ্ঞ আদালতের মাধ্যমে বাদী মো: খোকন হাওলাদার নালিশী দরখাস্ত করেন। বেতাগী থানার মামলা নং ৭, তারিখ ২২/০৪/২০২৫।
মামলার বিবরণীতে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৫ সকাল ১০ ঘটিকায় সময় বেতাগী পৌরসভার টেম্পু স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপরে মনগড়া চাঁদা আদায় রশিদ সৃষ্টি করে ইজিবাইক অটো রিক্সা পিকআপ ভ্যান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করেন। ইজারাদার খোকন হাওলাদার ২ লাখ টাকার চাঁদাবাজের মামলা করেন।