লিটন কুমার ঢালী , বেতাগী:
বরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব মোঃ গোলাম সারোয়ার রিয়াদ খান, বিএনপির সদস্য মিজানুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো: শাহীন, যুগ্ম আহবায়ক মামুন পারভেজ আসাদ, মনিরুজ্জামান লাভলু, পৌর যুগ্ম আহবায়ক কোয়েল শিকদার এবং হাফিজুর রহমান সোহাগ। এছাড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলহাজ্ব মো: কামাল হোসেন খান, যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদ খান ও জামাল খান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন আপসহীন রাষ্ট্রনায়ক। তার বীরত্ব, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। বিএনপির নেতা-কর্মীরা তার আদর্শকে লালন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতা। তার হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। আজ তার শাহাদাত বার্ষিকীতে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার দেখানো পথে থেকে দেশের মানুষের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।
আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ। শান্তিপূর্ণভাবে দিবসটি পালনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ।