মো: আল মাসুম খান,
তথ্য অধিদফতর (পিআইডি), ঢাকার উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল ৩০ মে শুক্রবার খুলনা মহানগরীতে অবস্থিত খুলনার দৈনিক প্রবাহ, দৈনিক খুলনা টাইমস ও দৈনিক ভয়েজ অব টাইগার পত্রিকার অনলাইন পোর্টালের অফিস পরিদর্শন করেন। পিআইডি’র কর্মকর্তারা খুলনার স্থানীয় পত্রিকা অফিস পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট পত্রিকা গুলোর পোর্টালের হালনাগাদ নিবন্ধন, অফিসের স্থায়ী ঠিকানা, জনবল, অফিস সরঞ্জামাদি-সহ অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক-সহ সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তাঁরা সংশ্লিষ্ট পত্রিকার নিউজ রুম, কম্পিউটার ল্যাবসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন। পিআইডি কর্মকর্তাদের পরিদর্শন কালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি, তথ্য অধিদফতরের প্রধান সহকারী শারমিন সুলতানা সহ খুলনার স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।