লিটন কুমার ঢালী , স্টাফ রিপোর্টার:
বরগুনা সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফুলঝুড়ী স্কুল অ্যান্ড কলেজে আজ এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো এইচ.এস.সি ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ বশির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুস সালেক, সভাপতি, গভর্নিং বডি, ফুলঝুড়ী স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ জসীমউদ্দিন সিকদার, সভাপতি, ম্যানেজিং কমিটি, তেতুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়। মোঃ দেলোয়ার হোসেন আকন, সাবেক সহ-সভাপতি, ম্যানেজিং কমিটি, ফুলঝুড়ী স্কুল অ্যান্ড কলেজ, মাওলানা মোঃ শামীম ওসমানী, সেক্রেটারী, জামায়াতে ইসলামী, বদরখালী ইউনিয়ন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক ইশরাত জাহান সাথী।
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা নতুনদের শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির ওপর গুরুত্বারোপ করেন। নবীন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় এ আয়োজন।