মো: আল মাসুম খান
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপনের পরবর্তী সময়ে খুলনা জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির উদ্যোগে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। গতকাল শনিবার ৩১ মে বিকালে মহানগরের খালিশপুর হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন Japan Tobacco International (JTI)-এর স্থানীয় ডিপোতে এ অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এবং রিজওয়ানুর রশিদ।
খুলনা জেলা প্রশাসনের অভিযানকালে ডিপোতে বিপুল পরিমাণ তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচারনা মূলক অবৈধ সামগ্রী সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। আইন লঙ্ঘনের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ও সংশোধনী ২০১৩ এর ৫ এর ১(খ) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে কারিগরি সহায়তা প্রদান করেন খুলনা জেলা ও বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং কাজী মোহাম্মদ হাসিবুল হক। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ৭২৬টি ম্যাচবক্স, ১৭৫টি চশমা, ৩৫০টি সিগারেট কাভার, ৮৮টি গ্যাস লাইট, ৬৫টি গিফট বক্স, ৫টি গেঞ্জি এবং ২০০টি লিফলেট ও ব্ল্যাংক প্যাকেট। এসব সামগ্রী তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে জনস্বাস্থ্য আইন লঙ্ঘন করে অবৈধ ভাবে সংরক্ষণ করা হচ্ছিল। পরে এসব মালামাল জেলখানাঘাট এলাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংস করা হয়। অভিযানে সহায়তা করে খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা সদর থানা ও খালিশপুর থানা পুলিশ সদস্যরা। খুলনা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় সচতেন জনগন ও স্বাস্থ্য খাত সংশ্লষ্টি খুলনার বিভিন্ন সংস্থা।