লিটন কুমার ঢালী , বেতাগী:
বরগুনা জেলার বেতাগী উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ মামুন শিকদার ও মোঃ লিটন মোল্লার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেল পাঁচটায় গন অধিকার পরিষদের আয়োজনে,বরগুনা প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “মামুন শিকদার ও লিটন মোল্লার জনপ্রিয়তা এবং রাজনৈতিক অবস্থান লক্ষ্য করে একটি স্বার্থান্বেষী মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
নেতারা আরও বলেন, আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
উল্লেখ্য, মামুন শিকদার স্থানীয় পর্যায়ে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত এবং তার বিভিন্ন জনমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।