মো: আল মাসুম খান
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সোমবার ২ জুন খুলনাতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন খুলনাকে আরও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা, টিআইবি জেলা প্রশাসক খুলনা মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সনাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সনাক সভাপতি অধ্যাপক রমা রহমান, সহ সভাপতি গৌরাঙ্গ নন্দী, সনাক সদস্য অধ্যাপক মোহাম্মদ জাফর ইমাম, আলমাস আরা, ইয়েস দলনেতা জয়দ্রত শীল, সদস্য ফরহানা ইয়সামিন আয়েশা, খাদিজাতুল কুবরা, টিআইবি এর ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দীন এবং এরিয়া কো অর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ আল মামুন। স্মারকলিপি প্রদান পরবর্তী আলোচনায় খুলনার জেলা প্রশাসক সনাক এর পক্ষ থেকে উত্থাপিত দাবি সমূহ গুরুত্বের সাথে বিবেচনা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন। স্মারক লিপিতে প্লাস্টিকের উৎপাদন, ব্যবহার কমানো ও পুন:নবায়নের ক্ষেত্রে সনাক খুলনার সুপারিশ করেছে।