প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাটারিচালিত রিকশা সংশ্লিষ্ট খাতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ব্যাটারিচালিত রিকশায় ব্যবহৃত ১২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে করা হচ্ছে ১৫ শতাংশ। ফলে ব্যাটারিচালিত রিকশা তৈরির খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাবে।সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেন। তিনি জানান, সারা দেশে অনিয়ন্ত্রিত ও নিরাপত্তাহীনভাবে চলা ব্যাটারিচালিত রিকশা যানবাহনকে নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবেই এই শুল্ক বাড়ানো হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে ব্যাটারিচালিত রিকশা মালিকদের নতুন রিকশা তৈরি কিংবা পুরনো রিকশা মেরামতে বেশি খরচে পড়বে। একই সঙ্গে ভাড়াও বাড়ার আশঙ্কা রয়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে ব্যাটারিচালিত রিকশা অন্যতম সহজলভ্য ও জনপ্রিয় পরিবহনে পরিণত হয়েছে। এবার বাজেট ঘোষণায় শুল্ক বৃদ্ধির এই উদ্যোগকে সরকার অনিয়ন্ত্রিত যানবাহনের লাগাম টানার প্রয়াস হিসেবে ব্যাখ্যা করলেও অনেকেই এটিকে ‘প্রান্তিক পরিবহন খাতের ওপর চাপ’ হিসেবে দেখছেন।
প্রস্তাবিত বাজেট: আকার কম, ঘাটতি বেশি
এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।
২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বাজেটে ঘাটতি রাখা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৩.৬২ শতাংশ। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে।
এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে উপস্থাপিত প্রথম বাজেট। সংসদ না থাকায় এ বছর বাজেট ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি ও অন্যান্য টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এইভাবে বাজেট উপস্থাপনের পূর্ববর্তী নজির দেখা গেছে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে, যখন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জা মো. আজিজুল ইসলাম একইভাবে বাজেট ঘোষণা করেছিলেন।