মো: আল মাসুম খান
যশোরের সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে ১ কেজি ৩৯৭ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ লিটন রায় (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে ঢাকা জেলার কোতোয়ালী থানার শাখারী বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে। আজ সোমবার ২ জুন দুপুরে যশোর বিজিবি কোম্পানির টহলদলের সদস্যরা এ স্বর্নের চালানটি আটক করেছে মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্ডার গার্ড (বিজিবি) সাংবাদিকদের জানায়, গোপন সংবাদে আমরা জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য ঢাকা থেকে সোনার একটি চালান নিয়ে ঝিনাইদহ সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য বাংলাদেশ ভারত সীমান্তে যাচ্ছিল। এমন গোপন সংবাদে পথিমধ্যে যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে লিটন রায় নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে জুতার ভিতর কৌশলে লুকানো ১২টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম। উদ্ধারকৃত সোনার সিজার মূল্য প্রায় ২কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। আটক লিটন রায় র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে। বাংলাদেশ বর্ডার গার্ড খুলনা সেক্টরের যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমের সাংবাদিকদের কাছে সোনা উদ্ধার এবং একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনারবারসহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।