প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
খুলনা সোনাডাঙ্গা থানাধীন হরিজন কলোনিতে ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। তবে এর কারণ এখনো জানা যায়নি। এদিকে, ‘ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর খবর শুনেছেন’ এমনটি জানিয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এখনো বিস্তারিত জানা যায়নি। অন্যদিকে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুরিকাঘাতে আহত সবুজকে নেওয়ার পর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণার সঙ্গে সঙ্গেই একদল যুবক মরদেহ নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুই পক্ষের মধ্যে বস্তাধ্বস্তি হয়। ঘটনার সময় সেখানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকে গাজী মেডিকেল কলেজের নেয়া হলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, নিহত সবুজ হাওলাদার কেএমপির লবণচরা থানাধীন চক্রাখালী এলাকার হেমায়েত হাওলাদারের ছেলে। তার বুকে ছুরিকাঘাত করা হয় বলে খুমেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় মুরাদ হোসেন জানান।