মো: আল মাসুম খান
ঈদুল আযহা উপলক্ষ্যে মোংলা বন্দর সহ পৌর এলাকা ও সুন্দরবন উপকূলের নৌপথের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এছাড়াও কোস্টগার্ডের পক্ষ থেকে সাধারণ জনসাধারনকে সচেতন করতে মাইকিং এবং লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। আজ বুধবার ৪ জুন দুপুরে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলস ভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী। আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহ জনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তা মূলক কার্যক্রম পরিচালনা করছে। গণমাধ্যমকে কোস্ট গার্ডের মিডিয়া সেল আরো জানায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতা মূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন, রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল আযহা পরবর্তী যাত্রী সাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।