লিটন কুমার ঢালী , স্টাফ রিপোর্টার:
বরগুনায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধভাবে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আবদুল মান্নান (৬৫) থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১:৩০ টার দিকে তার নিজ বসত ঘরের সামনে জমি ছাড়ার দাবিতে একদল সন্ত্রাসী তর্কে লিপ্ত হয় এবং একপর্যায়ে তাকে ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। ঘটনাটি ঘটে সদর উপজেলার, ২ নং গৌরীচন্না ইউনিয়নের, উত্তর লাকুরতলা, সোনার বাংলা, ৪নং ওয়ার্ডে । এ ঘটনায় অভিযুক্তরা হলেন সেলিম রেজা (৫০), পিতা: মৃত জয়নুদ্দিন, গ্রাম:বেতবুনিয়া , হাবিবুর রহমান (৫০), পিতা: মৃত আবদুল মজিদ হাং, গ্রাম: লাকুরতলা ,সজিব (৩০), পিতা: সেলিম রেজা, গ্রাম: বেতবুনিয়া, রফিক, পিতা: মৃত আবদুল মজিদ হাং, গ্রাম: লাকুরতলা, ইব্রাহিম (২৫), পিতা: মৃত শহিদ হাং, গ্রাম: লাকুরতলা, এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৭ জন অভিযুক্ত রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বের একটি মামলা ও জমি বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা আবদুল মান্নানের জমি ছাড়ার দাবিতে হুমকি দেয় এবং এক পর্যায়ে ধারালো দা, ডেগার, লোহার রড ও বাসের লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে আবদুল মান্নান ও তার স্ত্রীসহ অন্তত ৬ জন আহত হন।
আহতদের মধ্যে একজনের ডান কানে গুরুতর আঘাত লাগে এবং অন্যজনের হাত ভেঙে যায়। এ সময় সোনার অলংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এক জোড়া ৮ আনা ওজনের কানের দুল (মূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা) একটি ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য ১, লক্ষ টাকার বেশি), হামলার পর আহতরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে, অভিযোগ অনুযায়ী, হাসপাতালের জরুরি বিভাগেও হামলার ঘটনা ঘটে। সজিব নামের এক অভিযুক্ত ভুক্তভোগীকে ঘুষি মেরে দাঁত ভেঙে দেয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আবদুল মান্নান জানান, এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে জমির দখল নেয়ার গভীর ষড়যন্ত্র রয়েছে। আমি বিচার চাই। ঘটনার বিষয়ে বরগুনা থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন ঘটনা শুনেছি আহতদের দেখার জন্য হাসপাতালে পুলিশ পাঠিয়েছি , ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।