হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
নিউজ পোর্টাল জার্নালিস্টদের আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) ২০২৫ সালের ৩ মে দেড় দশক পূর্ণ করে ১৫ বছরে পদার্পণ করেছে। ২০১০ সালের ৩ মে যাত্রা শুরু করা এ সংগঠনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত অনলাইন সাংবাদিকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এই উপলক্ষে রোববার, ১৫ জুন ২০২৫, যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্ট সিটিতে (ঠিকানা: ৯৮৫, ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট #বি২, সিটি ০৬৬০-১১৮৮) এক বিশেষ আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বিকেল ২টায়।
“বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজ সেবায় অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সমাজসেবকদের সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনপিজেএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রবীণ সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এবং অনুষ্ঠানটি পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা, মূলধারার রাজনীতিক ও কলামিস্ট এম এ সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাপ্তাহিক জন্মভূমি, জন্মভূমি ডটকম ও রতন তালুকদার লাইভ চ্যানেলের সম্পাদক রতন তালুকদার।
বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন মনোয়ারুল ইসলাম, সভাপতি, নিউইয়র্ক, বাংলাদেশ প্রেসক্লাব; কন্ট্রিবিউটিং এডিটর, নিউইয়র্ক কাগজ ডটকম।
রিমন ইসলাম, পরিচালক (সোশ্যাল মিডিয়া), আইটিভি; পোর্টাল সাংবাদিক। আফরোজা ইসলাম, সম্পাদক, নিউইয়র্ক কাগজ ডটকম। শহীদ রাজু, নির্বাহী সম্পাদক, প্রবাসমেলা ডটকম। সোহেল চৌধুরী, সম্পাদক, কালের সংবাদ ডটকম। মইনুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন।
জুনেদ এ খান, নূরুল আলম খান, তারেক আম্মিয়া, হুমায়ুন আহমেদ চৌধুরী, বসির আহমেদ খান ও আতাউর রহমান চৌধুরী, এনপিজেএ’র কন্ট্রিবিউটর ও সমাজসেবক।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মো. নাসির, সহ-সভাপতি, এনপিজেএ; সম্পাদক, এনজেবিডিনিউজ। এবিএম সালেহ উদ্দিন, সহ-সভাপতি, এনপিজেএ; কবি ও প্রাবন্ধিক। হেলাল মাহমুদ, সহ-সভাপতি, এনপিজেএ; সম্পাদক, মুক্তকন্ঠ নিউজ। আয়েশা আক্তার রুবি, সহ-সভাপতি, এনপিজেএ; সম্পাদক, আইবিএন নিউজ২৪.কম।
অনুষ্ঠানটি তথ্য প্রযুক্তির যুগে অনলাইন সাংবাদিকতার বিস্তার, দায়বদ্ধতা এবং প্রবাসী সমাজে সাংবাদিকতার ভূমিকা নিয়ে বিশদ আলোচনা এবং সম্মাননার মাধ্যমে একটি স্মরণীয় দিন হিসেবে পালিত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।