মো: আল মাসুম খান
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৌমিক ভৌমিক জয়কে খুলনা মহানগর থেকে গ্রেপ্তার করা হয়েছ। গতকাল ১৪ জুন শনিবার দিবাগত গভীর রাতে মহানগরীর ইউনাইটেড ক্লাবের সামনে থেকে খুলনা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে তাকে গণপিটুনি দেয় স্থানীয় ছাত্র-জনতা।
জয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক।
তাকে খুলনা থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার ১৫ জুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার এসআই নান্নু মণ্ডল। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৌমিক ভৌমিক জয়কে সদর থানায় করা নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানা পুলিশ গণমাধ্যমকে জানায়, ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয় শনিবার রাতে খুলনা মহনগরীর ইউনাইটেড ক্লাবের একটি অনুষ্ঠানে আসেন। রাত ১০টার দিকে ছাত্র-জনতার নামে কয়েকজন সেখানে গিয়ে তাকে শনাক্ত করে। ওই অনুষ্ঠান শেষে সৌমিক বাইরে এলে ছাত্র-জনতা তাকে মারধর করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
অপরদিকে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা মহানগরীর রায়েরমহল বাজারে হোটেলে খাবার খেতে গিয়ে মারধরের শিকার হন নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়।