মো: আল মাসুম খান
খুলনা মহানগরীতে যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ১টি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি এবং ২৭০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা রাজু আহমেদসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার ১৬ জুন রাতে নগরীর শিপইয়ার্ড সড়ক এবং চানমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানটি শুরু হয় মধ্যরাতে এবং শেষ হয় আজ ভোর সাড়ে ৬টায়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম গণমাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
রুপসার শিপইয়ার্ড এলাকার রূপসা ইস্টান রোডের বাসিন্দা এবং খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মো: রাজু আহমেদ,শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না, চানমারী এলাকার বাসিন্দা শওকত হোসেনের ছেলে মিরাজ, চানমারী ২ গলির বাসিন্দা জালালের ছেলে নিরব ইসলাম জিয়া ও বাগেরহাটের শরণখোলার বাসিন্দা শামীম হোসেন
সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে চানমারী এলাকার তিনটি বাড়ি ঘিরে ফেলা হয়। এর মধ্যে ইউনুস তালুকদারের বাড়ি থেকে রিভলভার, গুলি এবং ইয়াবা উদ্ধার করা হয়। পাঁচজন ওই বাড়িতে সংঘবদ্ধ ভাবে অবস্থান করছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসাইন মাসুম আরও বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি এবং মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযানের সময় আরও অনেককে আটক করা হলেও যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।