মো: আল মাসুম খান
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তৎপরতায় এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু রোজা অবশেষে ফিরে পেয়েছে তার পরিবারের কোলে। শিশুটিকে বৃহস্পতিবার ১৯ জুন রাতে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে কান্নারত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা প্রথমে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে বিষয়টি জানালে, রাত ১০টা ৩০ মিনিটের দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরাপদ হেফাজতে নেয়।
শিশু রোজার বয়স কম হওয়ায় সে নিজের পরিবারের পরিচয় দিতে ব্যর্থ হয়। এ অবস্থায় ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাহামুদা খাতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শিশুটির ছবি ও প্রাথমিক তথ্য শেয়ার করেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়।
ছবিটি রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানা পুলিশের নজরে এলে তারা সঙ্গেই যোগাযোগ করে। এর মধ্যে রোজার বাবা মো: রতন একই রাতে যাত্রাবাড়ি থানায় মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে যাত্রাবাড়ি থানা পুলিশ খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের তথ্য নিশ্চিত করে। আজ ২০ জুন রাতে শিশুটি তার পিতা মোঃ রতন ও মাতা মাহির হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
মেয়েকে ফিরে পেয়ে রোজার পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ, সোনাডাঙ্গা থানা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই মানবিক উদ্যোগে কেএমপি’র সোশ্যাল মিডিয়া ও মাঠ পর্যায়ের সমন্বিত তৎপরতা পুলিশের প্রতি জনআস্থা আরও বৃদ্ধির প্রমাণ রেখেছে।