হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ,নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নায়াগ্রা ফলসে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৯তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী শক্তি।
শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরতে গেল ১৬ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘নবান্ন পার্টি সেন্টারে’ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজকরা জানান, নায়াগ্রা ফলসের এক বিলাসবহুল ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য-আড্ডা এবং প্রবাসী তরুণদের নিয়ে বিশেষ কর্মসূচি।
সংবাদ সম্মেলনে ফোবানার একাংশের চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে ফোবানার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। অতীতের ভুল বোঝাবুঝি এখন কাটিয়ে উঠেছি।
সহ-আয়োজক গিয়াস আহমেদ বলেন, প্রবাসে স্বপ্ন পূরণে ঐক্যের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই আমাদের এবারের প্রধান লক্ষ্য।
এ সময় আয়োজকরা জানান, ফোবানার আরও দুটি গ্রুপ—আটলান্টা ও মন্ট্রিয়ল থেকেও একই সময়ে সম্মেলনের ঘোষণা এলেও তাদের সঙ্গে ঐক্যের আলোচনা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম, ফাহাদ সোলায়মান, হাসানুজ্জামান হাসান, মইনুল হক চৌধুরী হেলাল, খন্দকার ফরহাদ, জুবায়ের দারা, সাহাবউদ্দিন সাগরসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এবারের ফোবানা সম্মেলনে মূলধারার মার্কিন রাজনীতিকদের অংশ গ্রহণ নিশ্চিত করা, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা, এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনে প্রকাশিত হবে একটি স্মরণিকা, থাকবে বিজনেস লাঞ্চ, অভিজ্ঞতা বিনিময়, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা এবং তরুণ প্রজন্মের জন্য বিশেষ আয়োজন।
প্রসঙ্গত, ১৯৮৭ সালে যাত্রা শুরু করা ফোবানা এখন উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন হিসেবে বিবেচিত হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন, এবারের ফোবানা সম্মেলন হবে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও আত্মপরিচয়ের নতুন এক মাইলফলক।