প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন চরমে।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বদেশ কুমার সুব্রত রায়ের স্কুলপড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২১জুন২৫ ইং) দুপুরে কুমড়াখালী বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দলবল নিয়ে মিজানুর রহমান সুব্রত রায়ের কন্যাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের চিৎকারে ঘটনাস্থলে পৌঁছান সুব্রত রায় নিজে। সেখানে দুইপক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
স্বদেশ কুমার সুব্রত রায় বলেন,আমার মেয়েকে রাজনৈতিক প্রতিহিংসা ও কাউন্সিল বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এটা দলীয় রাজনীতিতে এক অশুভ প্রবণতা।
অন্যদিকে অভিযুক্ত মিজানুর রহমান বলেন , অপহরণের বিষয়ে আমি কিছুই জানিনা। বরং আমি নিজেই শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্র।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন ,ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত চলছে।
ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি ব্যক্তিগত শত্রুতার ফল , তা নিয়ে তদন্ত এখনো চলমান। স্থানীয়রা বলছেন এ ঘটনার জেরে ইউনিয়ন বিএনপিতে দেখা দিয়েছে নতুন করে উত্তেজনা ও বিভক্তির সঞ্চার।