মো: আল মাসুম খান
যশোরের শীর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ দু’ডজন মামলার পলাতক আসামি ইব্রাহিম হোসেন ডলারকে গ্ৰেপ্তার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। যশোর শহরের রেলগেট এরাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ডলার শহরের ষষ্টিতলা পাড়ার বাচ্চু মিয়ার ছেলে।
ডিবি পুলিশ গণমাধ্যমকে জানায়, আসামি ইব্রাহিম হোসেন ডলারের বিরুদ্ধে যশোরসহ বিভিন্ন থানায় খুন, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও দ্রুত বিচার আইনে মোট ২৪টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক সাংবাদিকদের বলেন, হত্যাসহ দুই ডজন মামলায় ডলারকে আটক দেখানো হয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।