মো: আল মাসুম খান,
সাতক্ষীরা সদর উপজেলার এক বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা ও মূল্যবান কাগজপত্রসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ২৪ জুন ভোর রাত ৩ টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামে আবুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আবুল হাসান সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। ব্রহ্মরাজপুর বাজারে হাসান মেডিকেল নামে তার একটি ওষুধের দোকান রয়েছে ।
সূত্র থেকে জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির ছাদে উঠে সিঁড়ির ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অজ্ঞান করে আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা ও ১৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, জমির দলিল, চেকের পাতাসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
আবুল হাসানের স্ত্রী মর্জিনা খাতুন গণমাধ্যমকে জানান, তিনি ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভিতরে সব অগোছালো এবং তছনছ করা। প্রাথমিক ভাবে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তাৎক্ষণিক খবর পেয়ে ভ্রমরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন ক্ষতিগ্রস্ত পরিবারকে এ বিষয়ে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।
সূত্র থেকে জানা যায় বেলা বাড়ার সাথে সাথে অচেতন হয়ে পড়েন আবুল হাসান ও তার স্ত্রী মর্জিনা খাতুন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবুল হাসানের ভাই আব্দুস সালাম সাংবাদিকদের জানান, আমার ভাই আবুল হাসান ও তার স্ত্রীর মর্জিনা খাতুন সুস্থ থাকলেও পরে অচেতন হয়ে পড়েন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।