মো.আলী মুবিনঃ
ইউনানী ঔষধের আধুনিক মোড়কায়ন ও গবেষনা-ভিত্তিক নতুন ফর্মুলা উদ্ভাবন” শীর্ষক জাতীয় সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১ টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ থ্রিডি অডিটোরিয়াম হলে সেমিনার সম্পন্ন হয়।
সেমিনারে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকীকের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সচিব বাণিজ্য মন্ত্রণালয় ও পরিচালক, ড. মো: রাজ্জাকুল ইসলাম। পরিচালক (চ.দা.) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মো: সফিকুল ইসলাম। লাইন ডাইরেক্টর, অলটারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি), স্বাস্থ্য অধিদপ্তরের, ডা. মো: আবু জাহের এবং অধ্যক্ষ-কাম-অধীক্ষক সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. মো: রাশিদুজ্জামান খান।
বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী বলেন, এ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি ইউনানী আয়ুর্বেদীক ওষুধের বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এর অনেক চাহিদা রয়েছে আমরা এই ওষুধগুলো যদি কোয়ালিটি ও মানসম্মত ঔষধ তৈরি করতে পারি তাহলে আমাদের বিশাল একটা সম্ভাবনাময় শিল্পের বিকাশ ঘটাতে পারবো ও বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ আসবে ।
বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চিকিৎসা পদ্ধতি মানুষের ইতিহাসে এক দীর্ঘ এবং বৈচিত্র্যময় পথ চলেছে। সভ্যতার বিকাশের সাথে সাথে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির উদ্ভব হয়েছে, যা মানুষের স্বাস্থ্যের উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধান চিকিৎসা পদ্ধতির মধ্যে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা (আলপ্যাথি) উল্লেখযোগ্য। তারা আরো বলেন, “শুধু মোড়ক চাকচিক্য করলেই হবে না”ঔষধের গুণগত মান ও নতুন নতুন গবেষণা করতে হবে,নতুন ফর্মুলা উদ্ভাবন করতে হবে।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাকীম মো: রেজাউল করিম,সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটি। প্রিন্সিপাল আবদুর রব খাঁন,গবেষক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ ইন ইউনানী-আয়ুর্বেদিক মেডিসিন (বিসিরাম)। অধ্যাপক শাহ ইলহাম উল্লাহ চিশতী,সাবেক ইউনানী বিষেশজ্ঞ, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও অধ্যাপক, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা।
ডা. আমিনুল বারী কানন, ঔষধ তত্ত্বাবধায়ক, (ইউনানী) ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা। ডা. মির্জা লুৎফর রহমান লিটন,ডি.পি.এম (ইউনানী), অলটারনেটিভ মেডিক্যাল কেয়ার (এএমসি), স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা এবং ডা. মো: শাহজাহান,সহকারী পরিচালক ও বিভাগীয় প্রধান, সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
স্বাগত বক্তব্য রাখেন , বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,ডা. ইমরান।