মো: আল মাসুম খান
বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে আজ বুধবার ২৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়।
দিবসটি উপলক্ষে সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিহার করতে হবে এবং পাটজাত পণ্য ব্যবহারে উৎসাহ দিতে হবে। তিনি মাইক্রোপ্লাস্টিক ও কেমিক্যালের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, এগুলো মানুষের শরীরে ক্যান্সারসহ নানা মরন ব্যাধি সৃষ্টি করছে।
অনুষ্ঠানে জানানো হয়, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার রোধে খুলনা বিভাগে ৮৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ লাখ ৩৫ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় এবং ১২ হাজার ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালমা বেগম এবং স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: সাদিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।