মো: আল মাসুম খান
পাবনার ভাঙ্গুড়ায় ভেঙে যাওয়া রেললাইনের অংশে পাটের বস্তা (ছালা) দিয়ে চলাচল নিশ্চিত করা হয়েছে চারটি আন্তঃনগর ট্রেনের। মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া পৌরসদরের উত্তর সারুটিয়া এলাকায় ঈশ্বরদী-ঢাকা রেললাইনে প্রায় আট ইঞ্চি দীর্ঘ ফাটল দেখতে পান স্থানীয় পথচারীরা।
খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে রেলওয়ের মিস্ত্রিদের একটি দল পৌঁছায়। ভাঙ্গুড়া রেলস্টেশন মাস্টার আরিফুল ইসলাম জানান, সকালেই রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পেয়ে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রেললাইনটির ব্লক জয়েন্টে আট ইঞ্চি ফাটল পাওয়া যায়।
ফাটল ধরা রেলপথ দিয়ে ঝুঁকি নিয়েই পার করা হয় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন। ধূমকেতু এক্সপ্রেসকে এ সময় বড়াল ব্রিজ রেলস্টেশনে প্রায় ৪৮ মিনিট অপেক্ষা করতে হয়। পরে কিছুটা মেরামতের কাজ শেষে বাকি ক্ষতিগ্রস্ত স্থান পাটের ছালা দিয়ে ভরাট করে ধীরে ধীরে ট্রেন চলাচল করানো হয়। এরপর একই ভাবে নীলসাগর এক্সপ্রেসসহ আরও দুটি ট্রেন ঐ ভাঙা অংশ পার হয়।
জানা গেছে, দুপুর ২টার পর রেলপথে চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট চারটি ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।