খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে মাটিরাংগার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ৯জনকে পুশইন করেছে বিএসএফ।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান, গভীর রাতে ৯ জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করত।
পুশইন করা ৯জনকে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সিন্ধান্ত নেয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।
জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১শ ৫৪ জনকে পুশইন করেছে বিএসএফ।