মো: আল মাসুম খান
মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ এই লক্ষ্যকে ধারণ করে সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ২৬ জুন খুলনা মহানগরীতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে আজ সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফিরোজ শাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক দ্রব্য সমাজের একটি ব্যধি। এ থেকে আমরা মুক্ত থাকতে চাই। মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে আমরা সকলেই জানি। তবে আমাদের দেশে যে সমস্ত মাদকের ছড়াছড়ি আছে তা সবটাই বাইরের দেশ থেকে আসে। এটা রোধ করাই হচ্ছে আমাদের কাজ। এক সময় মাদকের সম্পর্কে তেমন একটা জানতাম না, তবে বর্তমানে নতুন নতুন মাদকের সাথে পরিচিত হচ্ছি আমরা। এটা মানব দেহে প্রচুর ক্ষতি করে এবং ক্রমাগত মৃত্যুর মুখে ঠেলে দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। তবে এটা ব্যক্তিগত ও সামাজিক ভাবে প্রতিহত করা গেলে ভবিষ্যতে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো।
প্রধান অতিথি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মাদক দ্রব্যের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার পট-পরিবর্তন। শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে মাদকের হাত থেকে মুক্ত রাখার জন্য আমাদের বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। সেই সাথে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে।
জেলা প্রশাসক, খুলনা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক সহকারী পরিচালক অধ্যাপক মো: মাহাদি আল মুদাসির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈকত মো. রেজওয়ানুল হক ও মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান।
স্বাগত বক্তৃতা করেন মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মিজানুর রহমান। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্কে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় খুলনার সরকারি, বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ উদ্দীপনায় অংশ গ্রহণ করে।