মো: আল মাসুম খান,
বাগেরহাটের মোল্লারহাটে চারটি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জনকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ২৬ জুন সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লারহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়।
আটক মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্লাশি করে ৪টি ৭.৬২ মিঃ মিঃ এর চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি পাওয়া যায়।
আটকৃতরা অস্ত্রসহ হলেন, কাউসার আলী (৪৩),মো: মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মোঃ খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মোঃ ইমদাদুল হক(৩১), জনি মিয়া(২৭), সেলিম শাহ(৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)।
আটককৃতদের সকলের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়। আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ গণমাধ্যমে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি গনমাধ্যমকে আরও বলেন, এসব দুস্কৃতকারীরা ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের হয়ত বড় ধরণের কোন নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।