মো: আল মাসুম খান,
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহন খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরের কেওড়া বাগানের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। আজ রোববার ২৯ জুন সকাল পৌনে ১০টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় জনগন আশাশুনি থানায় খবর দেয়।
মৃতের পরনে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে। তার গলায় পেঁচানো নেট কেওড়া গাছের ডালে আটকে রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী প্রতাপনগর আবাসনের বাসিন্দা আব্দুল মজিদ সরদারের ছেলে মিলন গণমাধ্যমকে জানান, খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য বেলা পৌনে দশটার দিকে তিনি কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া বাগানের মধ্যে থেকে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পেয়ে তিনি বেড়িবাঁধে উপর ফিরে এসে স্থানীয়দের বিষয়টি জানান। পরে বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়। মৃতের পরনে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে। তার গলায় পেঁচানো নেটের সঙ্গে কেওড়া গাছের ডালে আটকে রয়েছে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, প্রথম নজরে দেখলে মৃত ব্যক্তি নেটে আটকা পড়ে আছে মনে হলেও কাছে গেলে দেখা যাচ্ছে তার মুখমণ্ডল থেঁতলানো। কেউ বা কারা হত্যা করে কেওড়া গাছে রেখে যেতে পারে। গাছটি মোটামুটি বড়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মতো দেখাচ্ছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সঙ্গে লেগে আছে। আজ রোববার সকাল দশটার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আশাশুনি থানায় খবর দেয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ ঘটনাস্থলে গেছেন। পরে গনমাধ্যমের সাংবাদিকদের কাছে বিস্তারিত জানানো হবে।।