মো: আল মাসুম খান
খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে হরিণটানা থানা পুলিশ। সোমবার (১ জুলাই ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটের সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট মোড় সংলগ্ন রুচি হোটেলের সামনে থেকে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ওমর ফারুক (২৪)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ৩ নম্বর ওয়ার্ড কুলিয়া গ্রামের মশিয়ারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওমর ফারুক মাদকের অবৈধ কারবারে জড়িত ছিল। তার হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা অভিযোগ রয়েছে কিনা, তা যাচাইয়ে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম) বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জব্দকৃত মাদকের উৎস, পাচারে ব্যবহৃত রুট, সহযোগী চক্র ও অর্থ লগ্নিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এই চক্রের মূলহোতাদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্র জানিয়েছে, মাদকের বিস্তার রোধে ধারাবাহিক ভাবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
জনসাধারণের সহযোগিতা ও তথ্য প্রদানের আহ্বান জানিয়ে কেএমপির এক কর্মকর্তা বলেন, মাদক সমাজকে ধ্বংস করে। এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।