মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ শহিদ পরিবারের মধ্যে দেখা করে সমবেদনা জানান এবং উপহার সামগ্রী তুলে দেন। কালীগঞ্জের এনসিপির স্থানীয় নেতারা মঙ্গলবার (২ই জুলাই) দুপুরে শহিদদের বাড়িতে গিয়ে শহিদ পরিবার এর খোঁজ খবর নেন এবং উপহারসামগ্রী প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। পরে তাঁরা শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন। এছাড়া স্মৃতি চিহ্ন হিসেবে দুটি ফলজ গাছের চারা তুলে দেন পরিবারের হাতে। তারপর নাগরি ইউনিয়ন এর সেনপাড়া এলাকার শহীদ তাজুল ইসলামের পরিবারের সাথে সহানুভূতি প্রকাশ করেন এবং উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ জুয়েলের বাবা আকবর আলী শেখ, মা ঝর্ণা বেগম, বড় ভাই জহিরুল হাসান শেখ, শহীদ তাজুল ইসলামের স্ত্রী, ছেলে সিয়াম, এনসিপির শরিফুল ইসলাম, রাকিব শেখ, শাহাদাত, আবু সাঈদ অয়ন, ফাহিম আলম ও মেহেদী হাসান ।