মো: আল মাসুম খান
যুক্তরাজ্য সরকার তাদের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ, মহামারি, ইন্টারনেট বিভ্রাট বা চরম আবহাওয়ার মতো বড় ধরনের জাতীয় সংকট মোকাবিলায় আগে ভাগেই প্রস্তুতি নিতে হবে। সরকারের নতুন নিরাপত্তা কৌশলে বলা হয়েছে, আমরা এমন এক সময়ের মুখোমুখি হয়েছি, যেখানে আমাদের নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানানো শক্তির সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদপত্রের বরাতে জানা গেছে, নতুন কৌশলের অংশ হিসেবে সরকার পরিবার গুলোকে পরামর্শ দিয়েছে কমপক্ষে একটি ব্যাটারি চালিত বা হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় এমন রেডিও কিনে রাখার জন্য। এর দাম মাত্র ৫ পাউন্ড। বিদ্যুৎ বিভ্রাটের সময় এটি জরুরি বার্তা শোনার অন্যতম নির্ভর যোগ্য মাধ্যম হতে পারে। গাড়ির রেডিও ব্যবহার করা গেলেও, সংকটময় পরিস্থিতিতে ঘরে অবস্থান করাই অধিক নিরাপদ বলে মত দিয়েছে সরকার।
সরকারের প্রিপেয়ার নামের বিশেষ ওয়েব সাইটে নাগরিকদের জন্য কিছু জরুরি জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ব্যাটারি চালিত টর্চ, পোর্টেবল পাওয়ার ব্যাংক (মোবাইল চার্জের জন্য), অতিরিক্ত ব্যাটারি, বোতলজাত বিশুদ্ধ পানি, টিনজাত বা সংরক্ষিত খাবার, শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী।
যুক্তরাজ্য সরকার বলেছে, যদি কয়েক দিনের জন্য বিদ্যুৎ বা পানি সরবরাহ বন্ধ থাকে, কিংবা বাসায় আটকে পড়তে হয় বা নিরাপদ স্থানে সরে যেতে বলা হয় তবে আগেই ভেবে রাখা উচিত, এমন পরিস্থিতিতে কী কী জিনিস প্রয়োজন হতে পারে।
হঠাৎ বাসা ছাড়তে হলে যেন তাড়াহুড়োয় প্রয়োজনীয় জিনিস ফেলে যেতে না হয় সে জন্য সরকার পরামর্শ দিয়েছে একটি গ্র্যাব ব্যাগ প্রস্তুত রাখতে। এতে গুরুত্বপূর্ণ সব সামগ্রী সহজে বহনযোগ্য ভাবে গুছিয়ে রাখা থাকবে।
ব্রিটিশ সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জাতীয় সংকট কালে জনগণ যেন আতঙ্কিত না হয়ে সচেতন, প্রস্তুত এবং নিরাপদ থাকে।