প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
নের ব্যবহার্য পুকুর দখলের প্রকাশিত সংবাদের জের ধরে দৈনিক যুগান্তর পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন এনটিভির বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সত্য ঘটনা লিখতে গিয়েও যদি একজন সাংবাদিককে মামলার আসামি হতে হয় তা অত্যন্ত দূ:খজনক। অবিলম্বে সাংবাদিক আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা বিলকিস আক্তার জাহান শিরিন এ মামলাটি দায়ের করেন।
বাদী ৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে ( সিআর নং ১৩৮৯) ৫০০/৫০১/৫০২ ধারায় মামলাটি দায়ের করেন। বাদীর বিরুদ্ধে 'বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরিনের বিরুদ্ধে' শিরোনামে গত ১১ আগস্ট ২০২৪ তারিখে একটি সংবাদ প্রকাশ করা হয়।
একটি বিশ্বস্ত সূত্রের দাবি, বাদী শিরিন যে দলিল মুলে পুকুর দখল করেছে সেই জমির বিপরীতে দুটি দলিল রয়েছে, যার একটি সৃজিত। সংশ্লিষ্ট ভূমি অফিসে রক্ষিত দলিলে শিরিন বা তার ওয়ারিশদের কোন অংশ নেই। এছাড়াও সরকারি আইন লঙ্ঘন করে পুকুরটি ভরাট করা হয়েছে, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।