শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া রূপসার একমাত্র শহীদ ইয়াসিনের কবর পরিষ্কার শেষে তাঁর কবর জিয়ারত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার প্রতিনিধিদল।
বৃহস্পতিবার সকালে প্রতিনিধি দলটি রূপসা উপজেলার এই শহীদের কবরস্থানে গিয়ে কবরটি পরিচ্ছন্ন করে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনা জেলার সংগঠক তামিম হাসান লিয়ন বলেন, “শহীদ ইয়াসিন ছিলেন বৈষম্য ও নিপীড়নের বিরূদ্ধে আমাদের চলমান আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগায়।”তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, শহীদদের স্মৃতি রক্ষা করা এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াআমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ইয়াসিন রূপসার ইতিহাসে একটি গৌরবময় নাম। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক শামীম হাওলাদার, সংগঠক তামিম হাসান লিয়ন, সদস্য ফাহাদ গাজী,সদস্য তরিকুল ইসলাম,মেহেরাব হোসেন, মেরাজ আলি হালদার, সোহান।